ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিশ্ব খাদ্য পুরস্কার জিতলেন ফজলে হাসান আবেদ

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:২৩ এএম, ০২ জুলাই ২০১৫

দারিদ্র্য দূরীকরণে সফলতার জন্য ওয়ার্ল্ড ফুড প্রাইজ ২০১৫ ( বিশ্ব খাদ্য পুরস্কার) লাভ করেছেন ব্রাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ। দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করায় বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী হিসেবে এই পুরস্কার লাভ করেন তিনি।

বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রতিষ্ঠানটির রয় হ্যান্ডারসন কনফারেন্স কক্ষে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার ঘোষণা করেন ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ক্যানেথ এম কুইন। আগামী অক্টোবরে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার হস্তান্তর করা হবে। এই পুরস্কারের নগদ অর্থ মূল্য আড়াই লাখ মার্কিন ডলার।

প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৪ হাজার সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে পুরস্কারের জন্য প্রার্থী নির্বাচন করেন

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষা, দারিদ্র্য ইত্যাদি জনহিতৈষী কাজে মনোনিবেশ করে অলাভজনক প্রতিষ্ঠান ব্র্যাক। আফ্রিকা ও এশিয়া মহাদেশে প্রায় ১৫ কোটি মানুষের দারিদ্র্য দূর করতে সহায়তা করেছে ব্র্যাক।

এএইচ/পিআর