ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শীত পড়তে পারে আগামী সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৪৪ এএম, ১৮ নভেম্বর ২০১৭

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে পড়েছে। এ কারণে দেশের সব সমুদ্র বন্দর থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে।

তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে পরবর্তী ৭২ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা পর্য়ায়কমে হ্রাস পেতে পারে।

আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৬ মিনিটে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩২.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ওমর ফারুক জাগো নিউজকে বলেন, চলতি মাসের তৃতীয় সপ্তাহে দেশে মোটামিুটি শীত অনুভূত ও এর আগে ক্রমান্বয়ে তাপমাত্রা হ্রাস পেতে পারে।

এ সময় দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদীর অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা বা মাঝারি কুয়াশা পড়তে পারে বলেও জানান তিনি।

এমএমজেড/জেআইএম

আরও পড়ুন