ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রসিক নির্বাচনে কোনো কর্মকর্তাকে বদলি নয় : ইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:০০ পিএম, ১৬ নভেম্বর ২০১৭

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের (রসিক) জন্য ওই এলাকার কোনো কর্মকর্তাকে বদলি না করার জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনের ফলাফল ঘোষণার পর ১৫ দিন পর্যন্ত কোনো কর্মকর্তাকে বদলি করা যাবে না।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের যুগ্মসচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। চিঠিটি সব মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন সংক্রান্ত কার্যাদি সুষ্ঠুভাবে পরিচালনা ও সম্পাদনের জন্য বিভিন্ন সরকারি দফতর, স্বায়ত্তশাসিত সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্তকর্তা/কর্মচারীদের মধ্য থেকে প্রয়োজনীয় সংখ্যক প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ দেয়া হবে। বিভিন্ন পর্যায়ের সরকারি এবং অনুমোদনপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরাও নির্বাচনের দায়িত্বে থাকবেন। আইনশৃঙ্খলা রক্ষার জন্য ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। বিভিন্ন প্রতিষ্ঠান/সংস্থার স্থাপনা/অঙ্গন ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে।

চিঠিতে আরো বলা হয়, সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুসারে নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সব নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য।

এছাড়া নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে এ বিষয়ে সব নির্দেশনা যথাযতভাবে পালন, নির্বাচনী আচরণবিধি ও অন্যান্য বিধিবিধান প্রতিপালন, সার্বিক সহায়তা প্রদান এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সকল সহায়তায় ও নির্বাচনী কাজে দায়িত্বপ্রাপ্ত সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা পালনে অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

এইচএস/এআরএস/জেআইএম

আরও পড়ুন