গণপূর্তের ৩৬৫ প্রকৌশলীর পদ শূন্য
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের বিভিন্ন দফতর নির্মাণ ও সংস্কারের দায়িত্বে থাকা গণপূর্ত অধিদফতরে তিনজন অতিরিক্ত প্রধান প্রকৌশলীসহ বিভিন্ন পদের ৩৬৫ জন প্রকৌশলীর পদ শূন্য রয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সদস্য এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
সংসদে মন্ত্রীর দেয়া তথ্যানুযায়ী, শূন্য পদগুলোর মধ্যে অতিরিক্ত প্রধান প্রকৌশলী ৩টি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ৫টি, নির্বাহী প্রকৌশলী ১৯টি, উপ-বিভাগীয় প্রকৌশলী ২২টি, সহকারী প্রকৌশলী ৯৫টি এবং উপ-সহকারী প্রকৌশলীর ২২১টি পদ শূন্য রয়েছে।
মন্ত্রী জানান, শূন্য পদ পূরণের লক্ষ্যে বিসিএস (গণপূর্ত) ক্যাডারের উপরে বর্ণিত অতিরিক্ত প্রধান প্রকৌশলী থেকে উপ-বিভাগীয় প্রকৌশলী পর্যন্ত পদগুলো পদোন্নতির মাধ্যমে পূরণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। সহকারী প্রকৌশলীর শূন্য পদগুলো ৩৬তম ও ৩৭তম বিসিএসের মাধ্যমে পূরণের লক্ষ্যে চাহিদা পাঠানো হয়েছে। আর উপ-সহকারী প্রকৌশলীর শূন্য পদগুলো পূরণের লক্ষ্যে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াধীন।
এইচএস/এআরএস/জেআইএম