হত্যা ও ছিনতাইয়ে জড়িত সন্দেহে আটক ৬
হত্যাকাণ্ড ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহে রাজধানীর বাড্ডা থেকে ৬ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা রামপুরা এলাকার রুবেল হত্যাকাণ্ড এবং মগবাজারে ৩৩ লাখ টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িত। বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এ তথ্য জানান।
আটককৃতরা হলেন, ওমর ফারুক (আলামিন) (২৮), পবিত্র সমাদ্দার (৩৮), রাকিব (২০), জহিরুল ইসলাম জাকির (২৫), রিফাত (২৫) ও জাকির হোসেন (২৫)। মঙ্গলবার রাতে বাড্ডা থানার মুন্সিবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম জানান, আটককৃতরা ২৪ মে মগবাজারে এ্যাকুয়ামেনির ডিস্ট্রিবিউশন লিমিটেডের অফিস কর্মী সেলিম আখতারকে গুলি করে ৩৩ লাখ টাকা ছিনতাইয়ের কথা জানিয়েছে।
এছাড়াও আটককৃতদের মধ্যে আলামিন রামপুরা এলাকার সন্ত্রাস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি রুবেল হত্যায় জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
যুগ্ম কমিশনার আরো বলেন, আটককৃতদের মধ্যে আলামিন রামপুরা এলাকার অন্যতম শীর্ষ সন্ত্রাসী বর্তমানে জেল হাজতে থাকা শাহাজাদা গ্রুপের হয়ে ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, হত্যাসহ নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িত। তিনি রুবেল হত্যায়ও জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
আসন্ন ঈদ উপলক্ষে রাজধানীতে যেন চুরি ছিনতাই না হয় এজন্য প্রতিরোধেমূলক ব্যবস্থার অংশ হিসেবে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়েছে। এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান মনিরুল ইসলাম।
এআর/এআরএস/এমআরআই
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা