ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাসে ঈদের টিকিট বিক্রি শুরু ৩ জুলাই

প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ৩০ জুন ২০১৫

ঈদে ঘরে ফেরা মানুষদের জন্য দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে। বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সেক্রেটারি এনায়েতউল্লাহ মঙ্গলবার এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৫ রমজানের পর থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হবে। তবে গাবতলী বাস টার্মিনালে বিভিন্ন বাস সার্ভিস তাদের নিজেদের সুবিধামতো ভিন্ন ভিন্ন সময়ে এই টিকিট বিক্রি শুরু করবে বলেও জানান তিনি।

হানিফ পরিবহনের উত্তরবঙ্গ অঞ্চলের রুট ম্যানেজার রাজু আহমেদ জানান, ঈদকে সামনে রেখে ৩ জুলাই থেকে তারা আগাম টিকিট বিক্রি করবেন। টিকিটের মূল্যে কমবেশি হচ্ছে না বলেও তিনি জানান।

মহাখালী বাস টার্মিনালের সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম জানান, সিলেট, বিয়ানীবাজার, রংপুর, দিনাজপুর, রাজশাহীসহ দূর পাল্লার কয়েকটি পথে ঈদের আগে আগাম টিকিট ছাড়া হবে। তবে ঢাকার পাশের জেলাগুলোতে এই টার্মিনাল থেকে কোনো আগাম টিকিটের ব্যবস্থা থাকছে না। এখানে ২৪ রমজানের পর থেকে আগাম টিকিট বিক্রি শুরু হবে বলে জানান তিনি।

এসআরজে