বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টির সম্ভাবনা
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ বিরাজ করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
গতকাল (সোমবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুন্ড ৩২.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ (মঙ্গলবার) ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ১৩ মিনিটে। সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে।
আরএস/জেআইএম