ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আইজিপি’স কমপ্লেইন সেল চালু থাকবে ২৪ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:১৫ পিএম, ১৩ নভেম্বর ২০১৭

পুলিশের সর্বোচ্চ মর্যাদার কর্মকর্তা ইন্সপেক্টর জেনারেলের (আইজিপি) কাছে এখন থেকে ২৪ ঘণ্টাই অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। পুলিশের যে কোনো অপেশাদার আচরণের বিষয়ে জানাতে ‘আইজিপি’স কমপ্লেইন সেল’ এখন থেকে সার্বক্ষণিক চালু থাকবে। পুলিশ হেড কোয়ার্টার্স থেকে এ তথ্য জানানো হয়েছে।

রোববার সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ হেড কোয়ার্টার্সের সহকারী মহা-পরিদর্শক (এআইজি-মিডিয়া) সহেলী ফেরদৌস জানান, জনসাধারণ এখন থেকে পুলিশ সদস্যের যে কোনো অপেশাদার ও অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সরাসরি, কুরিয়ার সার্ভিস ও ডাকযোগে অথবা ০১৭৬৯৬৯৩৫৩৫, ০১৭৬৯৬৯৩৫৩৬ মোবাইল নম্বরে ফোন করে জানাতে পারেন।

এছাড়াও [email protected] ই-মেইলে এ সেলে অভিযোগ করা যাবে।

উল্লেখ্য, এতদিন এ সেলে শুধু অফিস চলাকালীন সময়ে অভিযোগ গ্রহণ করা হত।

এআর/এএইচ/এমএস

আরও পড়ুন