১৩৩ পৌরসভায় ভোট ২৮ ডিসেম্বর
আগামী ২৮ ডিসেম্বর দেশের ১৩৩ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) এ তারিখ নির্ধারণ করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এছাড়াও এদিন তিন পৌরসভায় উপ-নির্বাচন, ৩৪ ইউপিতে সাধারণ ও ৯১ ইউপিতে উপ-নির্বাচন এবং একটি উপজেলায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ জন্য রোববার মাঠ পর্যায়ে রিটার্নিং কর্মকর্তাদের কাছে ভোটের তফসিল ঘোষণার নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইসির যুগ্মসচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহাম্মদ খান।
ইসির সহকারী সচিব রাজীব আহসান জানান, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ নভেম্বর, বাছাই ২৮ ও ২৯ নভেম্বর এবং প্রত্যাহারের শেষ সময় ৭ ডিসেম্বর।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহাকারী সচিব ফারহাদ হোসেন জানান, বন্যার কারণে অর্ধশত নির্বাচন করা সম্ভব হয়নি। অপরদিকে মামলাসহ অন্যান্য আইনি জটিলতার কারণেও কিছু নির্বাচন হয়নি।
এছাড়া জামালপুরের বকশীগঞ্জ, নাটোরের বনপাড়া, ফরিদপুরের আলফাডাঙ্গা এবং যশোরের বেনাপোল এ চার পৌরসভার মেয়াদও ইতোপূর্বে শেষ হয়েছে। সে নির্বাচনগুলোই এখন অনুষ্ঠিত হবে।
এইচএস/এমএমজেড/আইআই