ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

২৩ নভেম্বর পর্যন্ত চলবে সংসদ অধিবেশন

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১১:০৪ এএম, ১২ নভেম্বর ২০১৭

দশম জাতীয় সংসদের ১৮তম অধিবেশন শুরু হয়েছে আজ (রোববার)। অধিবেশন চলবে ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত।

অধিবেশন শুরুর একঘণ্টা আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত হয়েছে প্রতিদিন বিকেল ৪টায় সংসদের বৈঠক শুরু হবে।

পরে স্পিকারের সভাপতিত্বে সংসদের ১৮তম অধিবেশন শুরু হয়। এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদসহ অধিকাংশ এমপি উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বান করার সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এ অধিবেশন আহ্বান করা হয়েছে। এর আগে গত ১৪ সেপ্টেম্বর সংসদের ১৭তম অধিবেশন শেষ হয়। ওই অধিবেশনের কার্যদিবস ছিল মাত্র ৫টি।

আগামী জানুয়ারিতে বছরের প্রথম অধিবেশন শুরু হবে। সংবিধান অনুযায়ী ওই অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এর পর রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। এজন্য ওই অধিবেশন দীর্ঘ হয়ে থাকে।

এইচএস/এমএমজেড/আইআই

আরও পড়ুন