ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

উত্তাল সাগরে উদ্ধার কাজ ব্যাহত : খোঁজ নেই পাইলটের

প্রকাশিত: ০৭:০২ এএম, ৩০ জুন ২০১৫

প্রশিক্ষণ চলাকালে বঙ্গোপসাগরের ব্রাভো অ্যাঙ্করেজে বিধস্ত হওয়া বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ যুদ্ধবিমান বিধ্বস্তের ২৪ ঘন্টা পার হলেও এখনো খোঁজ মিলেনি পাইলট তাহমিদের। তিনি বেঁচে আছেন না মারা গেছেন সে বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে সাগর উত্তাল থাকায় উদ্ধার কাজেও ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছে কোস্টগার্ড।  তবে মঙ্গলবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাহমিদ সম্পর্কে তাদের কাছ থেকে নতুন কোন তথ্য পাওয়া যায়নি।

চট্টগ্রামে বঙ্গোপসাগরের বিধ্বস্ত বিমান বাহিনীর এফ-৭  প্রশিক্ষণ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয় সোমবার বিকেলে।  চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে ৮ নটিক্যাল মাইল দূরে সাগরের তলদেশ থেকে বিমানের কয়েকটি বিচ্ছিন্ন অংশ উদ্ধার করা হয়। সোমবার বিকেল তিনটার দিকে নৌ, বিমান ও কোস্টগার্ডের উদ্ধারকারী দল এসব অংশ উদ্ধার করতে সক্ষম হন।

কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার শহীদুল ইসলাম বলেন, বিমানের ইঞ্জিন শনাক্ত করা হয়েছে।  উদ্ধারকারী জাহাজ সিজিএস তৌহিদ বিমানের ভাঙ্গা তিনটি অংশ উদ্ধার করেছেন। তিনি জানান সাগর উত্তাল থাকায় উদ্ধার কাজে ব্যাঘাত ঘটছে। তবে নৌ, বিমান ও কোস্টগার্ডের একাধিক টিম উদ্ধার কাজ চালাচ্ছে।

এআরএস/পিআর