আন্তর্জাতিক প্রতারকচক্রের ৩ সদস্য গ্রেফতার
আন্তর্জাতিক প্রতারকচক্রের ৩ বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে রাজধানী থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬২ লাখ টাকার সমপরিমাণ ইউরো ও মাদক উদ্ধার করে র্যাব।
এ ব্যাপারে র্যাব-১ এর অধিনায়ক (সিও) লে. কর্ণেল সারওয়ার বিন কাসেম জাগো নিউজকে বলেন, এক ব্যাংক কর্মকর্তার কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় ক্যামেরুন নাগরিকদের একটি চক্র।
ওই ঘটনার তদন্তে তিনজন ক্যামেরুন নাগরিককে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৬২ লাখ টাকার ইউরো ও মাদক জব্দ করা হয়েছে।
শুক্রবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
জেইউ/এনএফ/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা