অ্যাম্বুলেন্সে রোগীর পরিবর্তে ৯৫ কেজি গাঁজা!
জরুরি মুহূর্তে মুমূর্ষু রোগী বহনের জন্যই অ্যাম্বুলেন্স। সেখানে যদি রোগীর পরিবর্তে মাদক পাওয়া যায় তা বিস্ময়কর বটে। কিন্তু এমন কৌশলই নিয়েছে মাদক ব্যবসায়ীরা। রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে অ্যাম্বুলেন্স থেকে উদ্ধার করা হয়েছে ৯৫ কেজি গাঁজা।
বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদপুর টিকাপাড়া পানির পাম্প এলাকায় অ্যাম্বুলেন্সে বহনকালে ছয় বস্তা গাঁজাসহ গ্রেফতার করা হয় তিন মাদক ব্যবসায়ীকে। তারা হলেন, সবুজ (২৫), মিলন(২৮) ও জাহিদ হাসান (২৪)।
অভিযানের নেতৃত্বে থাকা গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার খন্দকার রবিউল আরাফাত লেনিন জাগো নিউজকে বলেন, তারা অ্যাম্বুলেন্সে করে সীমান্ত এলাকা হতে গাঁজা নিয়ে এসে ঢাকা ও তার আশপাশ এলাকায় সরবরাহ করে আসছিল।
গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা ও অপরাধ তথ্য (দক্ষিণ) বিভাগের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিমের একটি দল ওঁৎ পেতে থাকে। অ্যাম্বুলেন্সেটি কাছাকাছি আসলে পুলিশ থামার ইশারা দেয়। কিন্তু পুলিশের ইশারা না মেনে অ্যাম্বুলেন্সে দ্রুত গতিতে চলে যেতে থাকে। এরপর পেছন থেকে ধাওয়া করে ডিবি। একপর্যায়ে মোহাম্মদপুর টিকাপাড়া পানির পাম্পের কাছে এসে তাদের গ্রেফতার করতে সমর্থ হয় পুলিশ।
তিনি আরও জানান, গ্রেফতাররা অ্যাম্বুলেন্সে করে গাঁজা নিয়ে যাতায়াতের সময় তাদের অ্যাম্বুলেন্সের সামনে একটি এসকর্ট (প্রহরী) পার্টি রাখে, যারা রাস্তা ক্লিয়ার দেয়। এভাবে তারা একের পর এক চেকপোস্ট এড়িয়ে গন্তব্যে পৌঁছে যান। গ্রেফতারদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেইউ/জেডএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা