ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

একুশে পদকপ্রাপ্ত ডা. মুজিবুর রহমান আর নেই

প্রকাশিত: ১১:৫০ এএম, ২৯ জুন ২০১৫

একুশে পদকপ্রাপ্ত ইমেরিটাস অধ্যাপক ডা. মুজিবুর রহমান আর নেই। সোমবার ভোর ৫টা ১৫ মিনিটে বাংলাদেশ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৬ বছর।

তিনি কেন্দ্রীয় রক্ত পরিসঞ্চালন কেন্দ্র এবং তৎকালীন পিজি হাসপাতালের (বিএসএমএমইউ) ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ও বিভাগীয় প্রধান ছিলেন। তিনি ব্লাড ট্রান্সফিউশন সোসাইটি অব বাংলাদেশ (বিটিএসবি)-এর সভাপতি এবং এশিয়ান অ্যাসোসিয়েশন অব ট্রান্সফিউশন মেডিসিন-এর সদস্য ছিলেন।

তার মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ডা. মুজিবুর রহমানের মৃত্যুতে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ব্লাড ট্রান্সফিউশন সোসাইটি অব বাংলাদেশ (বিটিএসবি); এশিয়ান অ্যাসোসিয়েশন অব ট্রান্সফিউশন মেডিসিন (এএটিএম)-বাংলাদেশ চ্যাপ্টার-এর পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয় এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এসএইচএস/আরআইপি