আন্তর্জাতিক স্বীকৃতিতে প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের ৩০তম ক্ষমতাধর নারী নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অভিনন্দন জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি অর্থাৎ মেমরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত হওয়ায় মন্ত্রিসভা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, মার্কিন সাময়িকী ফোবসে ১ নভেম্বর সংখ্যায় ‘দ্য ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ার ফুল উইম্যান ইন ২০১৭’ এর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৩০তম পাওয়ার ফুল উইম্যান (ক্ষমতাধর নারী) হিসেবে দেখানো হয়। সেই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়। প্রধানমন্ত্রীকে এর আগের বছর ৩৬তম অবস্থানে দেখানো হয়েছিল।
আরএমএম/এএইচ/আইআই