ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৪০ এএম, ০৫ নভেম্বর ২০১৭

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন শ্রীলঙ্কা-তামিলনাডু উপকূল এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল (শনিবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুন্ড ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বদলগাছী ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ (রোববার) ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৭ মিনিটে। সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে।

আরএস/এমএস

আরও পড়ুন