রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে আবু বেলাল মোহাম্মদ শফিউল হক তাকে সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে রাষ্ট্রপতির সহায়তা কামনা করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য জানান।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, নতুন সেনাপ্রধানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী আরো সামনের দিকে এগিয়ে যাবে।
রাষ্ট্রপতি সেনাপ্রধানকে সেনাকল্যাণ সংস্থার অধীন সব প্রতিষ্ঠানকে লাভজনকভাবে পরিচালনার পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।
জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বৃহস্পতিবার সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্বগ্রহণ করেন।
একে/আরআই