ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ভারতীয় তিন চ্যানেল বন্ধে রুলের শুনানি ২৮ জুলাই

প্রকাশিত: ০৮:৩৫ এএম, ২৮ জুন ২০১৫

বাংলাদেশে ভারতীয় তিন টেলিভিশন চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলার সম্প্রচার বন্ধ করতে জারি করা রুলের শুনানির জন্য আগামী ২৮ জুলাই দিন ধার্য করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূইয়া আদালতে শুনানির দিন ধার্যের জন্য আবেদন করেন। ২০১৪ সালের ১৯ অক্টোবর এক রিট আবেদনের শুনানি শেষে ওই টিভি চ্যানেল তিনটি বন্ধে নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্টের ওই বেঞ্চ।

রুলে তথ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি চেয়ারম্যান, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে জবাব দিতে বলা হয়।

উল্লেখ্য, একই বছরের ৭ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন।

রিটে ভারতীয় চ্যানেল বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারিরও আবেদন করা হয়।

বিএ/পিআর