কাকরাইলে মা-ছেলে নিহতের ঘটনায় মামলা
রাজধানীর কাকরাইলে দুর্বৃত্তদের হাতে মা-ছেলে নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টায় রমনা থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়।
মামলায় নিহতের স্বামী আবুল করিম ও করিমের দ্বিতীয় স্ত্রী শারমীন মুক্তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মইনুল ইসলাম। তিনি জানান, গ্রেফতারকৃতদের আদালতে তুলে নিয়ে রিমান্ড চাওয়া হবে।
গতকাল বুধবার সন্ধ্যায় কাকরাইলের আঞ্জুমান মুফিদুল ইসলাম রোডের এক বাড়িতে মা ও ছেলেকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতরা হলেন শামসুন্নাহার (৪৫) ও তার ছেলের নাম শাওন (ও লেভেল শিক্ষার্থী)
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা গেছে, ঘটনাস্থল ৭৯/এ আঞ্জুমান মুফিদুল ইসলাম রোড, কাকরাইল। নিহতের স্বামী আবদুল করিম পুরান ঢাকার শ্যামবাজারের ব্যবসায়ী। তিনি আঁদা-রসুন-পেঁয়াজ আমদানিকারক।
এআর/বিএ