ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ক্যাডারদের পদোন্নতি পরীক্ষায় পিএসসির আবেদন আহ্বান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:১২ এএম, ০২ নভেম্বর ২০১৭

ক্যাডারভুক্ত কর্মকর্তাদের সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)। এ লক্ষে ক্যাডারভুক্তদের কাছে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার পিএসসির দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারভুক্ত কর্মকর্তাদের ‘সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষা ফেব্রুয়ারি ২০১৮’ অনুষ্ঠিত হবে। গত ২০ অক্টোবর থেকে অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৫ নভেম্বর আবেদন শেষ দিন নির্ধারণ করা হয়েছে।

আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র আগামী ২০ নভেম্বর অফিস চালকালীন সময়ে সরাসরি পিএসসিতে জমা দিতে বলা হয়েছে।

পিএসসির গণসংযোগ কর্মকর্তা ইসরাত জাগো নিউজকে বলেন, বিবিএস ক্যাডারভুক্ত পদোন্নতি পরীক্ষা বিভিন্ন সেশনে আয়োজন করা হয়ে থাকে। তবে এবার পদোন্নতি ফেব্রুয়ারি-২০১৮ আয়োজন করা হবে। এ জন্য ক্যাডারভুক্তদের কাছে আবেদন আহ্বান করা হয়েছে।

একই সঙ্গে শেষ সময়ের জন্য অপেক্ষা না করে নির্ধারিত সময়ের আগেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে পিএসসিতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

এমএইচএম/আরএস/পিআর

আরও পড়ুন