ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

অনিশ্চয়তার দোলাচলে কলেজে ভর্তি প্রক্রিয়া

প্রকাশিত: ০৩:৪৮ এএম, ২৮ জুন ২০১৫

কারিগরি ত্রুটিতে অনিশ্চয়তার দোলাচলে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া। আর এ পরিস্থিতিতে ভুগছে ভর্তিচ্ছু ১২ লাখ শিক্ষার্থী। তিন দফায় পিছিয়ে রোববার তালিকা প্রকাশের ঘোষণা দেওয়া হলেও তাও অনেকটাই অনিশ্চিত।

গতকাল শনিবার শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান বলেছেন, একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফল রোববার প্রকাশ করা সম্ভব হবে। ফলাফল প্রকাশের সফটওয়্যারটিতে ত্রুটি দেখা দিয়েছে। আশা করছি তা ঠিক হয়ে যাবে। রোববার ফল প্রকাশ করা যাবে।

এদিকে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. আসফাকুস সালেহীন বলেন, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) যাদের দায়িত্ব দেয়া হয়েছে, তারা মূলত এ বিষয়ে অভিজ্ঞ নন। তাই এমন বিপর্যয়ের মধ্যে পড়তে হয়েছে। এ কারণে ফলাফল প্রকাশে তিন দফায় ঘোষণা দিয়েও তা সম্ভব হয়নি।

তবে ঢাকা বোর্ডের নির্ভরযোগ্য সূত্র জানা গেছে, প্রথমবারের মতো অনলাইনে আবেদনের জন্য বুয়েটের সহায়তায় সার্ভার তৈরি করা হয়েছে। ১ লাখ ৮০ হাজারের উপযোগী সার্ভারকে ১২ লাখ শিক্ষার্থীর জন্য তৈরি করা হলেও তা শেষপর্যন্ত লোড নিতে পারছে না। তালিকা তৈরির কমান্ড দেওয়া হলে তা চলছে করছে না। সফটওয়্যার অপারেটে বিভিন্ন প্রোগ্রামে ইনসার্ট দেখাচ্ছে।

জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৮টার পর সার্ভারের অক্ষমতার বিষয়টি বুঝতে পারেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এরপর ঘটে আবার অন্য বিপত্তি। রাত ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ওয়েবসাইট হ্যাক হয়।

সূত্র জানা যায়, ভর্তি সংক্রান্ত কাজে দায়িত্বে অবহেলায় ঢাকা শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবিরসহ তিনজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবুবক্কর সিদ্দিক বলেন, সফটওয়্যার সমস্যায় কয়েক দফায় তালিকা প্রকাশের ঘোষণা দিয়েও আমরা ব্যর্থ হয়েছি। তবে অধ্যাপক কায়কোবাদ সমস্যা শনাক্ত করেছেন। রোববার সকালে প্রথম মেধাতালিকা প্রকাশ করা হবে।

# একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফল আজ

আরএস/এমএস