ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাংলাদেশ বিশ্বের বিস্ময় হবে : ওবায়দুল কাদের

প্রকাশিত: ১২:২৩ পিএম, ২৭ জুন ২০১৫

বাংলাদেশে এখন বিনিয়োগ-বান্ধব পরিবেশ রয়েছে দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সে দিন আর বেশি দূরে নয় যে দিন বাংলাদেশ বিশ্বের বিস্ময় হবে। শনিবার সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাইকমিশন মিলনায়তনে বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের অনুকূল পরিবেশ বিরাজ করছে। সরকারের প্রদত্ত সুবিধাদি গ্রহণ করে দেশে বিনিয়োগ করলে স্বল্প সময়ে রিটার্ন পাওয়া সম্ভব হবে।

এ সময় সিঙ্গাপুরে বিভিন্ন পেশায় নিয়োজিত প্রবাসী বাংলাদেশিদের দেশের অবকাঠামোখাতে বিনিয়োগের আহ্বান জানান ওবায়দুল কাদের।

মতবিনিময় সভায় সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মাহবুব-উজ-জামান, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস চেম্বার নেতা নাসিরুল ইসলাম মনি, সিঙ্গাপুর-বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি প্রকৌশলী মো. নুরুল করিম, প্রকৌশলী এম হাফিজুর রহমানসহ পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর সামিয়া হালিম, শ্রম উইংএর কাউন্সিলর আয়েশা সিদ্দিকা শেলীসহ হাইকমিশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সিঙ্গাপুরস্থ মেট্রোরেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিদর্শনের মধ্যদিয়ে অভিজ্ঞতা সঞ্চয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন।

আগামী ৩০ জুন বেইজিং-এ চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিতব্য টানেলের চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে মন্ত্রী চীনের উদ্দেশ্যে শুক্রবার ঢাকা ত্যাগ করেন।

এমএম/আরএস/আরআই