ঢামেকের ঘটনায় মামলা
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যুর পর হাতাহাতিতে জড়িয়েছেন ওই রোগীর স্বজনরা। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে ঢামেক কর্তৃপক্ষ।
রোববার রাত ৮টার দিকে ঢামেকের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) ওয়ার্ড মাস্টার রিয়াজ উদ্দিন বাদী হয়ে ১৪৩, ৪৪৮, ৩০৭, ১৮৬, ৩৩২ ধারায় মামলাটি করেন। মামলা নং ৩৪। শাহবাগ থানার ইন্সিপেক্টর (তদন্ত) মো. জাফর আলী বিশ্বাস মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নওশাদ নামের এক রোগীর মৃত্যু হলে তার স্বজনরা চিকিৎসকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে তা হাতাহাতি পর্যন্ত গড়ায়। এতে কর্তব্যরত তিন চিকিৎসক এবং রোগীর স্বজনদের মধ্যেও তিন-চারজন আহত হন। এ ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগ ৩ ঘণ্টা বন্ধ ছিল। ফলে ভোগান্তিতে পড়ে রোগীরা। পরে বিকেল ৫ টার দিকে জরুরি বিভাগে ফের চিকিৎসা কার্যক্রম শুরু হয়।
জেইউ/এএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ঢাকার বাসায় ডাকাতের ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নিহত
- ২ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ৩ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৪ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৫ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি