ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রানা প্লাজা ধস : তদন্ত প্রতিবেদন দাখিল

প্রকাশিত: ০৭:৩৮ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৪

রানা প্লাজার ধসের ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলার তদন্ত অগ্রগতি প্রতিবেদন দাখিল করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা শিউলীর আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা সহাকারি পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর (সিআইডি) এ প্রতিবেদন দাখিল করেন।

দাখিলকৃত প্রতিবেদন থেকে জানা যায়, এই মামলায় ৯৫২ জন সাক্ষীর জবানবন্দী নেওয়া হয়েছে। ২২ আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং ৪২ আসামির বিরুদ্ধে অভিযোগ দাখিলের জন্য সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে।

এর মধ্যে ১৩ জন সরকারি কর্মকর্তাকে আসামি হিসেবে চার্জশিটে অন্তর্ভূক্ত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমতি চাওয়া হয়েছে। এদের মধ্যে ৭ জনের অনুমোদন পাওয়া যায়নি এবং বাকীদের বিষয়ে অনুমোদন পাওয়া গেছে। অনুমোদন পেলে শীঘ্রই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে জানানো হয়েছে।

আদালত শুনানি শেষে আগামী ৬ নভেম্বর চূড়ান্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।