ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মিয়ানমারের অভিযোগ মিথ্যা : বিজিবি মহাপরিচালক

প্রকাশিত: ১২:৪৭ পিএম, ২৫ জুন ২০১৫

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আব্দুর রাজ্জাককে অপহরণের ৯ দিন পর বৃহস্পতিবার ফেরত দিয়েছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। তবে নায়েক রাজ্জাককে যে অভিযোগে বিজিপি অপহরণ করেছিল তা সত্য নয় বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।

বৃহস্পতিবার পিলখানায় বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। গত ১৭ জুন নায়েক রাজ্জাককে নাফ নদী থেকে অপহরণ করে বিজিপি। ৯ দিন পর বৃহস্পতিবার তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। এর প্রেক্ষিতেই সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বিজিবি মহাপরিচালক বলেন, পতাকা বৈঠকে বিজিপি অভিযোগ করে, বিজিবি সীমান্তের জিরো লাইন অতিক্রম করেছিল। তবে অভিযোগটি সত্য হয়। বরং বিজিপি-ই টহলের সময় জিরো লাইন অতিক্রম করেছে বলে তাদের জানানো হয়েছে।

পতাকা বৈঠকে অপহরণের সময় রাজ্জাক ইউনিফর্মে ছিলেন না বলেও অভিযোগ করে বিজিপি। এ বিষয়টিও বাংলাদেশের পক্ষ থেকে অস্বীকার করা হয় বলে জানান আজিজ আহমেদ।

এর আগে বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে মংডুতে পতাকা বৈঠক শেষে অপহৃত নায়েক রাজ্জাককে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন বিজিবি কক্সবাজার সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মুহাম্মদ আমিনুল ইসলাম। অপহরণ হওয়ার সময় রাজ্জাকের সঙ্গে থাকা অস্ত্র (এসএমজি), ম্যাগজিন ও গোলাবারুদও ফেরত দিয়েছে বিজিপি।

আমিনুল ইসলাম জাগো নিউজকে জানান, সমস্ত প্রক্রিয়া শেষ করে মিয়ানমারের মংডু থেকে রাজ্জাককে নিয়ে রওয়ানা হওয়ার অপেক্ষায় রয়েছে বিজিবি প্রতিনিধি দল।

উল্লেখ্য, গত ১৭ জুন বুধবার বিজিবি নায়েক আব্দুর রাজ্জাককে নাফ নদী থেকে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী (বিজিপি) অপহরণ করে নিয়ে যায়।

# রাজ্জাককে হস্তান্তর করেছে মিয়ানমার
# যেভাবে নায়েক রাজ্জাককে অপহরণ করে বিজিপি

এআর/আরএস/আরআইপি/এসআরজে