শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের জন্য পৃথক টয়লেটের নির্দেশ
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের জন্য পৃথক টয়লেট ও স্যানিটারি ন্যাপকিন রাখতে নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া সবার জন্য টয়লেট ও স্যানিটেশন ব্যবস্থা উন্নত করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের জারী করা এই পরিপত্রে বলা হয়েছে, মেয়েদের ঋতুকালীন স্বাস্থ্যসেবার বিষয়ে কথা বলার জন্য একজন শিক্ষিকাকে নির্দিষ্টভাবে দায়িত্ব দিতে হবে। ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিন রাখার কথাও বলা হয়েছে।
এদিকে, সরকার থেকে যে মেয়েদের ঋতুকালীন স্বাস্থ্যসেবার বিষয়ে কথা বলার জন্য একজন শিক্ষিকাকে নির্দিষ্টভাবে দায়িত্ব দেয়ার কথা বলা হয়েছে তার জন্য সরকারী স্কুলগুলোতে সরকারের নির্দেশনায় শিক্ষক নিয়োগের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন নারায়ণগঞ্জের উত্তর জালকুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা নীলা।
এসকেডি/পিআর