সাবেক নির্বাচন কমিশনারদের সঙ্গে ইসির সংলাপ শুরু
সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। সংলাপে অন্যান্য কমিশনারসহ ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত রয়েছেন।
জানা যায়, সংলাপের জন্য সাবেক ৫ সিইসিকে আমন্ত্রণ জানানো হলেও বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, এটিএম শামসুল হুদা উপস্থিত রয়েছেন। বহুল আলোচিত সাবেক সিইসি এমএ আজিজ ও সদ্য বিদায়ী কাজী রকিবউদ্দীন আহমদ সংলাপে অংশ নেননি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করেছে ইসি। এরই ধারবাহিকতায় আজকের এই সংলাপ। এ পর্যন্ত ৪০টি দলের সঙ্গে বৈঠক করেছে ইসি। এ ছাড়াও সুশীল সমাজ, সাংবাদিক, নির্বাচনী পর্যবেক্ষক ও নারী নেতৃদের সঙ্গে সংলাপ করেছে ইসি।
দীর্ঘ তিনমাস ধরে এই সংলাপ চলে। আজ মঙ্গলবার সংলাপের শেষ দিন।
এইচএস/এনএফ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নিউ এইজ সম্পাদককে হয়রানি, ঘটনা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
- ২ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ৩ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৪ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৫ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ