বাংলাদেশ ব্যাংকে আবার আগুন
বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবনের ১৮তম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বড় কিছু ঘটার আগেই ফায়ার সার্ভিসের নিয়মিত টহলরত একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণেও এনেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. মাহফুজ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা জাগো নিউজকে বলেন, ৩০তলা ভবনের ১৮ তলায় লিফট মেরামতের সময় কাগজ থেকে আগুন লাগে। আগুন তারা নিজেরাই নিভিয়ে ফেলে। ভবনের কোনো কক্ষে আগুন লাগেনি, কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ বলেন, বাংলাদেশ ব্যাংকের বাইরে সবসময় একটি গাড়ি টহলে থাকে। সেই ইউনিটের সঙ্গে ফায়ার সার্ভিসের আরও ৪টি ইউনিট সেখানে পাঠানো হয়েছিল, কিন্তু ওই চারটি ইউনিট পথে থাকতেই জানা যায় আগুন নিভে গেছে। তাই তাদের যাওয়ার প্রয়োজন হয়নি। এটি বড় কোনো আগুন নয়।
আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আবদুল হালিম। তিনি জাগো নিউজকে বলেন, আগুন অত বড় নয়। লিফট মেরামতের সময় লেগেছিল। আমি মাত্র এলাম। সবকিছু নিরূপণ করে বিস্তারিত বলতে পারব।
এর আগে চলতি বছরের মার্চেও বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন লেগেছিল।
এআর/এসআই/এনএফ/আইআই