ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সেনাপ্রধানের বৈঠক

প্রকাশিত: ১১:১৮ এএম, ২৪ জুন ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জাগো নিউজকে জানান, বুধবার জাতীয় সংসদ ভবনে সংসদ নেতার কার্যালয়ে ইকবাল করিম প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৃহস্পতিবার ইকবাল করিমের শেষ কর্ম দিবস।

বৈঠককালে বিদায়ী সেনাপ্রধান ‘বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস’ ও ‘মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান’ শীর্ষক দুটি সংকলন প্রধানমন্ত্রীকে উপহার দেন বলে জানান ইহসানুল করিম।

এ সময় সেনাপ্রধান দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর উন্নয়নে প্রয়োজনীয় দিক-নির্দেশনা ও সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

২০১২ সালের ২৫ জুন জেনারেল আব্দুল মুবীনের স্থলাভিষিক্ত হন ইকবাল করিম ভূইয়া। তার স্থলাভিষিক্ত হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মো. শফিউল হক, যিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। বৃহস্পতিবার সেনাপ্রধানের দায়িত্ব নেবেন তিনি।

১৯৫৮ সালে জন্ম নেওয়া আবু বেলাল ১৯৭৮ সালে সেনাবাহিনীতে যোগ দেন। লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদায় ২০১৩ সাল থেকে পিএসও’র দায়িত্বে ছিলেন তিনি। তার আগে তিনি ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজের কমান্ডেন্ট ছিলেন।

৩৭ বছরে কর্মজীবনে আবু বেলাল সেনাবাহিনীর একটি পদাতিক ডিভিশনের প্রধানের দায়িত্বেও ছিলেন। এছাড়া রাষ্ট্রপতির এডিসি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

এসএ/বিএ/আরআই/এসআরজে