জিয়া হত্যায় আমি-ই প্রথম নিন্দা জানাই : শেখ হাসিনা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার পর প্রথম বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছিলেন বলে সংসদে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরকালে সরকার দলীয় সংসদ সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পির তারকা চিহ্নিত প্রশ্ন ৩৭ এর উত্তরে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, ‘জেনারেল জিয়া হত্যার পর নিন্দা জানিয়ে প্রথম বিবৃতি আমি-ই দেই।’ এর আগে সন্ধ্যা ৭টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কাযর্সূচি শুরু হয়।
শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে অবৈধভাবে রাষ্ট্রপতির পদ দখল করেন জেনারেল জিয়াউর রহমান। তখন আমি (শেখ হাসিনা) ও আমার ছোটবোন শেখ রেহানা জার্মানিতে ছিলাম বলে প্রাণে বেঁচে যাই।
শেখ হাসিনা আরও বলেন, আমরা দুই বোন দেশে ফেরার চেষ্টা করলে জিয়া সব সময় বাধা দিয়েছে। আমরা বিদেশে রাজনৈতিক আশ্রয়ে ছিলাম। সেখানে থেকেই বঙ্গবন্ধু হত্যার বিচার ও গণতন্ত্র পুনর্বহালের বিশ্ব জনমত সৃষ্টি করি। এরপর ১৯৮১ সালের ফেব্রুয়ারি মাসে দলের কাউন্সিলে বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে দলের সভাপতি হিসেবে নির্বাচিত করে। শত বাধা অতিক্রম করে আমি দেশে ফিরে আসি। দেশে এসে ২৮ মে আমি সিলেট শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করি।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর প্রতিটি দিন কার্ফ্যু ছিলো। রাত ১০/১১ টার পর বাইরে যাওয়া যেত না।
সর্বশেষ - জাতীয়
- ১ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ২ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৩ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৪ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ
- ৫ জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি