ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নিম্নচাপে নৌ চলাচল বন্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:৩০ পিএম, ২০ অক্টোবর ২০১৭

বৈরি আবহাওয়ার কারণে সদরঘাট থেকে নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ   (বিআইডাব্লিউটিএ)। শুক্রবার বিকাল থেকে নদী পথের সকল রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটি’র জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার জানিয়েছেন, খারাপ আবহওয়ার কারণে সারা দেশে ৬৫ ফুটের কম দৈর্ঘ্যের সব ধরনের নৌযানের ক্ষেত্রে এই নির্দেশনা দেয়া হয়েছে।

আর উপকূলীয় এলাকা হাতিয়া, বেতুয়া ও রাঙ্গাবালিতে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি।

বিআইডাব্লিউটিএ’র সদরঘাটে দায়িত্বরত নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন জানিয়েছেন, নিম্নচাপের কারণে বেলা আড়াইটা থেকে নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে।এর আগে সকাল থেকে ৬৫ ফিটের নিচের লঞ্চগুলো বন্ধ রাখা হয়েছিলো। পরে আবহাওয়া আরও বিরূপ আকার ধারণ কারায় সকল নৌযান বন্ধ রাখা হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল নৌ চলাচল বন্ধ থাকবে।

এএসএস/এএইচ/আইআই

আরও পড়ুন