ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পঁচা মাছ বিক্রির দায়ে স্বপ্নকে দেড় লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০১:৪৭ পিএম, ২৩ জুন ২০১৫

বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্য ও পঁচা মাছ বিক্রির দায়ে রিটেইল চেইন স্বপ্নকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয় বলে জানায় ডিএমপি।
 
অভিযানে স্বপ্ন ছাড়াও আরো ছয় প্রতিষ্ঠানকে ছয় লাখ টাকা জরিমানা করেছেন আদালত। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গুলশান বিএফসি, প্রিমিয়াম সুইটস, স্প্যাগেটি, অলিভ গার্ডেন ও কস্তুরী গার্ডেন।

এদের মধ্যে ভেজাল খাদ্য, পঁচা-বাসি খাবার রাখায় বিএফসিকে এক লাখ টাকা ও প্রিমিয়াম সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
এছাড়াও একই কারণে গুলশানের স্প্যাগেটি রেস্তোরাকে ৫০ হাজার, অলিভ গার্ডেন রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা এবং কস্তুরী গার্ডেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

গরুর মাংস, শূকরের মাংস, মুরগীর মাংস এক সঙ্গে রাখার অপরাধে এবং সেই সঙ্গে অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পরিবেশের দায়ে অলিভ গার্ডেন রেস্টুরেন্টকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
 
ঢাকা মেট্রোপলিটন এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
 
এআর/বিএ/আরআইপি