পদ্মা সেতুর দুর্নীতি : আসামিদের দায় মুক্তির রিপোর্ট জমা
পদ্মা সেতুর দুর্নীতির মামলায় আসামিদের দায় মুক্তি দিয়ে রিপোর্ট জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। বুধবার সিএমএম আদালতে দুদকের আইও মির্জা জাহিদুল আলম (ডিডি) এই রিপোর্ট জমা দেন।
মামলার আসামিরা হলেন- মোশারফ হোসেন (সাবেক সচিব, সেতু বিভাগ), কাজী মো. ফেরদাউস (তত্ত্ববধায়ক, সেতু বিভাগ), মো. রিয়াজ আহমেদ জাবের (নির্বাহী প্রকৌশলী), মো. মোস্তফা (উপ-ব্যবস্থাপনা পরিচালক), মো. ইসমাঈল, রমেশ শাহ এবং কেভিন।
দুর্নীতি দমন প্রতিরোধ আইন ৫(২) ধারা অনুযায়ী পদ্মা সেতুতে ঘুষ লেনদেনে ষড়যন্ত্র করার অপরাধে বনানী থানায় একটি মামলা করা হয়। আবদুল্লাহ আল জাহিদ (ডিডি) এ মামলার বাদী হন। মামলা নং ১৯(১২)১২।