রাজ্জাককে নিঃশর্তে ফেরত দিচ্ছে মিয়ানমার
বিজিবির নায়েক আবদুর রাজ্জাককে অবশেষে নিঃশর্তভাবে ফেরত দিচ্ছে মিয়ানমার। শিগগিরই সম্মানজনকভাবে অস্ত্রসহ তাকে ফেরত দেওয়া হবে। তবে ফেরত দেওয়ার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। সোমবার মিয়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের ঊধ্বর্তন কর্মকর্তাদের বৈঠক হয়। বৈঠকের পর মিয়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশকে এ তথ্য জানানো হয়েছে। চীনে অবস্থানরত বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবির অপারেশন ও ট্রেনিং বিভাগের প্রধান কর্নেল খন্দকার ফরিদ হাসান জানান, মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। যে কোনো সময় রাজ্জাককে ফেরত দেবে তারা।
এর আগে, বিজিবির নায়েক আবদুর রাজ্জাককে ফেরত চাইলে মিয়ানমার শর্ত জুড়ে দেয়। তাদের দাবি, ৫৫৫ `রোহিঙ্গা`কে বাংলাদেশে ফেরত দেবে তারা। তাদের দাবি, মালয়েশিয়ায় অভিবাসনপ্রত্যাশী ওই ৫৫৫ জন বাংলাদেশের নাগরিক। বিভিন্ন সময় তাদের আটক করে মিয়ানমার কর্তৃপক্ষ। তবে বাংলাদেশ সাফ জানিয়ে দিয়েছে, যাচাই-বাছাই ছাড়া তাদের ফেরত নেওয়া হবে না। আর রাজ্জাকের ঘটনার সঙ্গে `অভিবাসনপ্রত্যাশী`দের ফিরিয়ে আনার বিন্দুমাত্র সম্পর্ক নেই। দ্রুত বিজিবি সদস্যকে ফেরত দিতে হবে। সোমবার বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের মধ্যে কথোপকথনে এসব ব্যাপারে আলোচনা হয়েছে। এরপর আলোচনার সারসংক্ষেপ পররাষ্ট্র, স্বরাষ্ট্রসহ সরকারের দায়িত্বশীল পর্যায়ে জানানো হয়।
এএইচ/এমএস