সাইমের হাতে আঁকা তিমির ছবি ভাবাচ্ছে পুলিশকে
রাজধানীর কাজীপাড়ায় সাইম দেওয়ান (১৫) নাম এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই কিশোরের হাতে তিমি মাছের ছবি আঁকা রয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, সাইম ইন্টারনেটের মাধ্যমে ‘ব্লু হোয়েল’ গেম খেলত। এ থেকে হতাশাগ্রস্ত হয়ে সে আত্মহত্যা করেছে।
তিনি আরও বলেন, সাইমের বাম হাতে তিমি মাছের ছবি আঁকা পাওয়া গেছে। বিষয়টি আরও ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।
তার বাবা বাবু দেওয়ান জানিয়েছেন, সাইম ষষ্ঠ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। মিরপুরে তাদের একটি বইয়ের দোকান আছে। সেটি চালাত সে।
তিনি জানান, কিছু দিন ধরে সাইমের মধ্যে অনেক পরিবর্তন দেখা দেয়। তবে সবসময় ফুলহাতা শার্ট পরায় তার হাতে তিমি মাছ আঁকার বিষয়টি পরিবারের কেউ দেখতে পায়নি।
এদিকে ময়নাতদন্তে সাইমের গলায় ফাঁস দেয়ার মতো একটি দাগ পেয়েছেন বলে জানিয়েছেন ঢামেকের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস।
তিনি বলেন, সাইমের গলায় দাগ পেয়েছি। গলা থেকে টিস্যু সংগ্রহ করা হয়েছে। এছাড়া রক্ত ও ভিসেরা ফ্রিজআপ করা হয়েছে, এগুলো পরীক্ষাগারে পাঠানো হবে।
তিনি আরও বলেন, এর আগে অনেক মানুষের ময়নাতদন্ত করেছি, তাদের হাতে ট্যাঁটু বা বিভিন্ন ধরনের লেখা পেয়েছি। কিন্তু এই প্রথম কারও হাতে তিমি মাছ আঁকা দেখলাম। মনে হয়েছে সুচালো কিছু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মাছটি আঁকা হয়েছিল। ভিসেরা রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এআর/এমএমজেড/একে/এমএস