ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মাণ্ডা খালে নিখোঁজ শিশু : ১৬ ঘণ্টা ধরে উদ্ধারচেষ্টা চলছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩৬ এএম, ১৬ অক্টোবর ২০১৭

রাজধানীর মুগদা এলাকার মাণ্ডা খালে পড়ে হৃদয় নামে তিন বছরের একটি শিশু নিখোঁজ হয়েছে। রোববার বিকেল ৫টার দিকে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় শিশুটি। মুহূর্তের মধ্যে সে তলিয়ে যায়। শিশুটিকে উদ্ধারে ১৬ ঘণ্টা ধরে উদ্ধারচেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। তবে এখনও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

সোমবার সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার আলী আজম জানান, এখনও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাকে উদ্ধারে কাজ চলছে।

তিনি বলেন, খালটিতে প্রচুর ময়লা থাকায় স্বাভাবিকভাবে কাজ করা যাচ্ছে না। ময়লা সরিয়ে কাজ করতে বেগ পেতে হচ্ছে।

এর আগে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রবিউল ইসলাম জানিয়েছিলেন, মাণ্ডার এ খালে আশপাশের বাসা-বাড়ির ব্যবহার করা নোংরা পানি নেমে আসে। খাল হলেও এটি স্যুয়ারেজ লাইনের মতো।

মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানান, নিখোঁজ শিশু হৃদয়ের বাবা আব্দুস সালাম পেশায় একজন রিকশা চালক। পরিবারের দাবির প্রেক্ষিতে কাজ করছে ফায়ার সার্ভিস। সেখানে মুগদা থানা পুলিশও সহযোগিতা করছে। খেলতে গিয়ে শিশুটি পানিতে পড়ে যায়। জীবিত কিংবা মৃত অবস্থায় আমরা শিশু হৃদয়কে উদ্ধারের চেষ্টা করছি।

জেইউ/এআরএস/জেআইএম

আরও পড়ুন