ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পুলিশের গাড়িই উল্টো পথে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:২৮ পিএম, ১৫ অক্টোবর ২০১৭

দফায় দফায় ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের অভিযানের পরও বন্ধ হচ্ছে না উল্টো পথে গাড়ি চলাচল। খোদ পুলিশেরই অনেক কর্মকর্তা চলছেন উল্টো পথে। রোববার সন্ধ্যায় তার প্রমাণও মিলেছে। বিজয় সরণিতে উল্টো পথে চলতে গিয়ে ট্রাফিক পুলিশের অভিযানে ধরা খেয়েছেন পুলিশেরই দুই কর্মকর্তা।

অভিযানে ডিএমপির রাজারবাগের সহকারী কমিশনার (কল্যাণ শাখা) নিশান চাকমা ও পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের সহকারী কর্মকর্তা (নাম জানাতে অপারগতা প্রকাশ করেছে পুলিশ) ধরা খেয়েছেন। পরে তাদের মামলা দিয়ে ছেড়ে দেয়া হয়।

রোববার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ অভিযান চালায় ডিএমপির ট্রাফিক বিভাগ।

jagonews24ছবি-ফাইল

ডিএমপির ট্রাফিক পশ্চিমের শেরেবাংলা নগর এলাকার সহকারী কমিশনার শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, আজকের (রোববার) এ বিশেষ অভিযানে মোট ৩২টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। এর মধ্যে মোটরসাইকেল ২৫টি, সিএনজি তিনটি, প্রাইভেটকার তিনটি, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বিআরটিসি) একটি বাস রয়েছে। দুটি প্রাইভেটকারে ছিলেন ডিএমপির সহকারী কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তা। বিজয় সরণিতে এসে উল্টো পথ দিয়ে যাওয়ার সময় তাদের গাড়ি আটকে দিয়ে মামলা দেয়া হয়।

উল্লেখ্য, তীব্র যানজটে ঢাকা শহরে মন্ত্রী-এমপিসহ প্রভাবশালীদের উল্টো পথে গাড়ি চালানো বন্ধ করতে দীর্ঘদিন ধরে আহ্বান জানিয়ে আসছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

jagonews24ছবি-ফাইল

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকেও বিভিন্ন সময় সতর্ক করা হয়েছে। পরিচয় যাই হোক, কেউ ট্রাফিক আইন ভঙ্গ করে উল্টো পথে গাড়ি নিয়ে গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে গত মাসে এক সংবাদ সম্মেলনে জানান ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে এক অনুষ্ঠানে জানান, উল্টো পথে চলা গাড়ির বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

জেইউ/জেডএ/আরআইপি

আরও পড়ুন