ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ডা. জাফরুল্লাহর গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার

প্রকাশিত: ০৮:৪১ এএম, ২১ জুন ২০১৫

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রোববার চেম্বার আদালতের স্থগিতাদেশের লিখিত কপি পেয়ে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেন চেয়ারম্যান ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।

এরআগে, রোববার বেলা ১১টার দিকে ডা. জাফরুল্লাহ চৌধুরী নিজে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মোস্তাফিজুর রহমানের কাছে  ওই স্থগিতাদেশের কপি জমা দেন। গত ১৮ জুন নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা না দেওয়ায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। অবশ্য এর আগেই ১৬ জুন ওই জরিমানার আদেশ চেম্বার আদালত ৫ জুলাই পর্যন্ত স্থগিত করেন। তবে স্থগিতাদেশের লিখিত কপি না পাওয়ায় আইন অনুসারে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, গত ১০ জুন ট্রাইব্যুনাল-২ আদালত অবমাননার দায়ে এক ঘণ্টার কারাদণ্ড (এজলাসকক্ষে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা) এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাসের কারাদণ্ড সাজা দেন জাফরুল্লাহ চৌধুরীকে। ব্রিটিশ নাগরিক ও সাংবাদিক ডেভিড বার্গম্যানকে ট্রাইব্যুনালের সাজার বিষয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দেওয়ায় আদালত অবমাননার দায়ে তার এ সাজা হয়।

এএইচ/এমএস