ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নবনিযুক্ত জেলা প্রশাসকগণের জন্য ওরিয়েন্টেশন কোর্স

প্রকাশিত: ০৪:০১ পিএম, ২০ জুন ২০১৫

জেলা প্রশাসকের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক ৪ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স ঢাকায় বিসিএস প্রশাসন একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক হিসেবে সদ্য পদায়নকৃত ১৭ জন কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

শনিবার এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে জেলার উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করে জেলা প্রশাসকগণকে পেশাগত দৃষ্টিভঙ্গি নিয়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।

তিনি বলেন, দেশের জনগণ এখন দ্রুততার সাথে সর্বোত্তম সেবা প্রত্যাশা করে। এক্ষেত্রে জেলা প্রশাসনের দায়িত্ব সঠিকভাবে পালনের ওপর সরকারের সফলতা অনেকাংশে নির্ভরশীল। তাই সরকারের উন্নয়ন ও সেবা জনগণের দোর গোড়ায় অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সাথে পৌঁছে দিতে হবে।

বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশন কোর্সে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী বক্তৃতা করেন।

এসএইচএস/আরআই