ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শুষ্ক থাকতে পারে সারাদেশের আবহাওয়া

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:০৬ এএম, ১২ অক্টোবর ২০১৭

চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, বাংলাদেশ এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি আরও উত্তর পশ্চিম দিকে সরে দুর্বল লঘুচাপে পরিণত হয়েছে।

গতকাল (বুধবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেট ও যশোর ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস ছিল বদলগাছী। এ ছাড়া সর্বোচ্চ বৃষ্টি হয়েছে রাঙ্গামাটি ০৩ মিলিমিটার।

আজ (বৃহস্পতিবার) ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৫৪ মিনিটে। সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৩৬ মিনিটে।

আরএস

আরও পড়ুন