রায়ে অসন্তুষ্ট সাঈদীর পরিবার
মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় চূড়ান্ত রায়ে আপিল বিভাগের আমৃত্যু কারাদণ্ডের রায়ে সন্তুষ্ট নয় সাঈদীর পরিবার।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ বুধবার সকাল ১০টা ৫ মিনিটে এ রায় ঘোষণা করেন।
আপিল বিভাগের রায় ঘোষণার পর সাঈদীর ছেলে মাসুদ সাঈদী তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ার বলেন, ‘এই রায়ে আমরা সন্তুষ্ট না। রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর রিভিউ করা হবে।’
তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম, সর্বোচ্চ আদালতের কাছে আমরা ন্যায় বিচার পাবো। কিন্তু আমরা সেই ন্যায় বিচার পাইনি।’