ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

প্রকাশিত: ০২:৫১ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার আপিলের রায় ঘোষণাকে কেন্দ্র করে সারাদেশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার আপিলের রায় ঘোষণা করবেন।

এ বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বলেন, ‘সাঈদীর রায়কে কেন্দ্র করে রাজধানীর বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনাসহ সারাদেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কেউ যেন কোনও ধরনের বিশৃঙ্খলা করতে না পারে সে জন্য গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।

এদিকে যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় পুলিশের পাশাপাশি দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বাড়িয়ে সতর্ক অবস্থানে থাকবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।