ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিয়ের বয়সসীমা কমানোর প্রস্তাবে উদ্বেগ প্রকাশ

প্রকাশিত: ১১:১০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৪

ছেলে ও মেয়ের বিয়ের বয়সসীমা যথাক্রমে ১৮ ও ১৬ বছরে কমিয়ে আনা সংক্রান্ত মন্ত্রীসভার প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করেছে শ্রমজীবী নারী মৈত্রী। মঙ্গলবার শ্রমজীবী নারী মৈত্রীর আহ্বায়ক বহ্নিশিখা জামালীর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানানো হয়।

বিবৃতিতে মন্ত্রীসভার ওই চিন্তাকে ‘বিপদজনক ও অপরিণামদর্শী’ হিসেবেও আখ্যায়িত করা হয়েছে। বহ্নিশিখা বলেন, বাংলাদেশের মতো জনবহুল দেশে এই ধরনের প্রস্তাবনা সমাজ ও পরিবারে নানা ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া ও বিপর্যয়ের সৃষ্টি করতে পারে।

বিবৃতিতে তিনি আরও বলেন, দেশে নারীদের প্রজনন স্বাস্থ্যের যে দূরাবস্থা তাতে ১৮ বছরের আগে কোনভাবেই নারীদের সন্তান ধারণকে উৎসাহিত করা উচিত নয়। কম বয়সে সন্তান ধারণ মা ও শিশুর ক্ষেত্রে যেসব শারীরিক ও মানসিক বিপর্যয় ডেকে নিয়ে আসে তা মোকাবেলা করার ক্ষমতা আমাদের রাষ্ট্র, সমাজ ও পরিবারের নেই।

তাছাড়া শিশু আইন-২০১৩ অনুযায়ী যেখানে ১৮ বছরের নীচে সবাই শিশু সেখানে এই চিন্তা আইনের পরিপন্থী বলেও জানানো হয়।