ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সকালে মুজাহিদের সঙ্গে দেখা করবেন তার আইনজীবীরা

প্রকাশিত: ০৩:৩৭ এএম, ২০ জুন ২০১৫

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করবেন তার আইনজীবীরা।

শনিবার সকাল ১১টায় তারা ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করবেন বলে জানিয়েছেন মুজাহিদের আইনজীবী শিশির মুহাম্মদ মনির। তিনি জানান, রমজানে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের শারীরিক অবস্থা জানতে তার সাথে দেখা করবেন তারা।

এর আগে, গত মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ মুজাহিদের আপিল আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখেন ।

বেঞ্চের অপর তিন সদস্য হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

২৭ মে আদালতে রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন শেষ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে আসামিপক্ষে অ্যাডভোকেট এসএম শাহজাহান পাল্টা যুক্তি উপস্থাপন করেন।

মুজাহিদের বিরুদ্ধে মোট সাতটি অভিযোগ আনা হয়েছিল। সাতটি অভিযোগের মধ্যে পাঁচটিতে তাঁকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে। বাকি দুটি অভিযোগ থেকে অব্যাহতি দেন আদালত।

প্রসঙ্গত. মানবতাবিরোধী অপরাধে ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

জেইউ/এসকেডি/এআরএস/এমএস