ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চিকিৎসক নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহবান স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশিত: ১১:৪৯ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৪

চিকিৎসক নিয়োগ নিয়ে ‘বিভ্রান্তি’ না ছড়ানোর আহবান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ইপিআই (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) কাভারেজ মূল্যায়ন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

মন্ত্রী বলেন, এই যে আমরা ছয় হাজার চিকিৎসক নিয়োগ দিয়েছি। যে জায়গায় ২০ জনের পদ আছে, সেখানে হয়তো ২৩ জন আছেন। এ নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। ইউনিয়ন পর্যায়ে অনেক জায়গায় অবকাঠামো নেই। ডাক্তার সাহেবদের বসার জায়গা নেই। অবকাঠামো হওয়ার আগেই আমরা চিকিৎসক দিয়েছি। যে ইউনিয়নে বসার জায়গা নেই সেখান থেকে উপজেলায় নিয়ে এসেছি। তবে খুব অল্প সংখ্যায়। দু-চারজন হতে পারে।

যেসব জায়গায় চিকিৎসকদের বসার জায়গা নেই, সেসব জায়গায় চেয়ার-টেবিল দেওয়া ও অবকাঠামো নির্মাণে স্থানীয় সাংসদদের সহযোগিতা চেয়েছেন মন্ত্রী।