ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নৌবাহিনীর চারটি টর্পেডো বোট কমিশন পেয়েছে

প্রকাশিত: ০৯:৪৫ এএম, ১৮ জুন ২০১৫

দীর্ঘ ২৭ বছর সফলতার সাথে অপারেশনাল কর্মকাণ্ড পরিচালনার পর বাংলাদেশ নৌবাহিনীর ৮২৩ টর্পেডো বোট স্কোয়াড্রন হতে চারটি টর্পেডো বোটকে আনুষ্ঠানিকভাবে ডি-কমিশনিং করা হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম ড্রাইডকে চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল আখতার হাবিব নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতিতে বোটগুলিকে নৌবহর হতে ডি-কমিশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ সময় নৌবাহিনীর পদস্থ কর্মকর্তাসহ বিপুল সংখ্যক নাবিক উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

টর্পেডো বোট স্কোয়াড্রন ১৯৮৮ সালের ফেব্রুয়ারি মাসে চীন হতে আগমনের পর একই বছর ১ মার্চ বাংলাদেশ নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এর মাধ্যমে টর্পেডো বোটসমূহ বাংলাদেশ নৌবাহিনীতে ফাস্ট অ্যাটাক ক্রাফ্ট হিসেবে অন্তর্ভুক্তি লাভ করে। নৌবাহিনীতে সংযুক্ত হওয়ার পর হতে বাংলাদেশ নৌবাহিনী ফ্লোটিলা চট্টগ্রাম কমান্ডের অধীনে ৮২৩ টর্পেডো বোট স্কোয়াড্রনের অংশ হিসেবে বোটসমূহ সমুদ্র উপকূলীয় এলাকায় নিরাপত্তা রক্ষা ও অপরাধ দমনে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছে। এছাড়াও উক্ত বোটগুলি সমুদ্রে অভিযান পরিচালনা, মহড়ায় অংশগ্রহণসহ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে।

সাম্প্রতিককালে অপারেশনাল সক্ষমতার সীমাবদ্ধতার প্রেক্ষিতে বোটগুলিকে নৌবহর হতে ডি-কমিশন করার সিদ্ধান্ত হয়।

এসএ/আরএস/পিআর