ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পাটের বস্তা ক্রয় করতে চায় ঘানা

প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১৭ জুন ২০১৫

বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিকের সঙ্গে বুধবার মন্ত্রণালয়ের অফিস কক্ষে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত ঘানার রাষ্ট্রদূত স্যামুয়েল পেনইয়ান ইয়ালি সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দু’দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনায় রাষ্ট্রদূত জানান, ঘানা আন্তরিকভাবে বিশ্বাস করে বাংলাদেশ তাদের বন্ধুপ্রতীম দেশ। তিনি ঘানার কোকো বিনসহ বিভিন্ন কৃষিজাত দ্রব্য প্যাকেজিংয়ের জন্য বাংলাদেশ থেকে সরকারিভাবে পাটের বস্তা ক্রয়ের প্রস্তাব দেন এবং বাংলাদেশকে ঘানার বস্ত্র ও পাট শিল্পে বিনিয়োগের সম্ভাবনার কথা মন্ত্রীকে অবহিত করেন। এ ছাড়া তিনি বস্ত্র ও পাটখাতে বাংলাদেশের সাথে ঘানার ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ঘটানোর সম্ভাবনার কথা তুলে ধরেন।

মন্ত্রী জানান, বাংলাদেশও আন্তরিকভাবে বিশ্বাস করে ঘানা বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ এবং বাংলাদেশও ঘানায় ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ঘটাতে চায়। তিনি বলেন, বাংলাদেশে বিশ্বের সেরা মানের পাট ও পাটপণ্য উৎপাদিত হয় যা বিশ্বের বিভিন্ন দেশে রফতানি করা হচ্ছে এবং বাংলাদেশি পাট ও পাটজাত পণ্যের বিশ্বব্যাপী সুখ্যাতি রয়েছে।

বাংলাদেশ থেকে সরকারিভাবে পাটের বস্তা ক্রয়ের প্রস্তাব দেয়ায় পাটমন্ত্রী ঘানার রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। সাক্ষাৎকালে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রেজাউল কাদের এবং বাংলাদেশ পাটকল কর্পোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্নেল (অব.) লেলিন কামাল উপস্থিত ছিলেন।

এসএইচএস/আরআই