ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আন্তর্জাতিক মানে উন্নীত হচ্ছে ঢাকা চিড়িয়াখানা

প্রকাশিত: ০২:৫৬ পিএম, ১৭ জুন ২০১৫

ঢাকা চিড়িয়াখানকে আন্তর্জাতিক মানের চিড়িয়াখানায় উন্নীত করা করা হবে জানিয়েছেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী  মোহাম্মদ ছায়েদুল হক। বুধবার সংসদে নিজাম উদ্দিন হাজারীর লিখিত প্রশ্নের জবাবে সংসদকে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, ঢাকা চিড়িয়াখানাকে আরো গতিশীল আধুনিকায়ন করে রাজধানীবাসীর বিনোদনের সুযোগ বৃদ্ধির পরিকল্পনা সরকারের রয়েছে। এ লক্ষ্যে চিড়িয়াখানার জন্য ৩৩ প্রজাতির ২৪১টি নতুন প্রাণি ক্রয় এবং উদ্ধারকৃত জমি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে উন্মুক্ত অংশে সীমানা প্রাচীর নির্মাণ করার জন্য ৯ কোটি ৯৬ লাখ টাকা ব্যয় প্রাক্কলনে একটি কর্মসূচির প্রস্তাব করা হয়েছে। এটি অনুমোদনের জন্য গত ৬ এপ্রিল ২০১৫ তারিখে অর্থমন্ত্রণালয়ের অর্থ বিভাগে সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রাণি ক্রয়ের জন্য প্রাক্কলিত ব্যয় ৬ কোটি ৩০ লাখ টাকা অনুমোদিত হয়নি। তবে প্রাচীর নির্মাণের জন্য প্রাক্কলিত ব্যয় ৩ কোটি ৬৬ লাখ টাকা অনুমোদিত হয়েছে। যা আগামী অর্থবছরে বাস্তবায়ন করা হবে।

মন্ত্রী আরো বলেন, এছাড়া চিড়িয়াখানার পশুপাখির সংখ্যা বৃদ্ধি, দর্শণার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণে ‘ঢাকা ও রংপুর চিড়িয়াখানা আধুনিকায়ন প্রকল্প’ নামে একটি প্রকল্প চলতি ২০১৪-২০১৫ অর্থ-বছরে এডিপির সবুজ পাতায় অন্তর্ভুক্ত আছে।

ইতোমধ্যে বুয়েটের স্থাপত্য বিভাগ কর্তৃক ডিজিটাল সার্ভে করা হয়েছে এবং বর্তমানে স্থাপত্য অধিদপ্তরের মাধ্যমে মাস্টার প্লান ও নকশা প্রণয়নের অপেক্ষায় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এই প্রকল্পটি একনেক কর্তৃক অনুমোদিত হলে ঢাকা চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের চিড়িয়াখানায় উন্নীত করা সম্ভব হবে বলে জানান তিনি।

এইচএস/এসএইচএস/আরআই