ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সার্ক স্পিকার্স সম্মেলনে যোগ দিতে কলম্বো গেছেন স্পিকার

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০১:০১ পিএম, ০২ অক্টোবর ২০১৭

অষ্টম সার্ক স্পিকার্স সম্মেলনে যোগ দিতে শ্রীলঙ্কা গেছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী। আগামী ৪ অক্টোবর থেকে দেশটির রাজধানী কলম্বোয় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। প্রতিনিধি দলের বাকি সদস্যরা হলেন হুইপ মো. শহীদুজ্জামান সরকার, বেগম সাগুফতা ইয়াসমিন, তালুকদার মো. ইউনুস এমপি, সৈয়দা সায়রা মহসীন এমপি ও জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার।

কলম্বোয় অবস্থানকালে স্পিকার সার্কভুক্ত বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া সম্মেলনের উদ্বোধনীসহ বিভিন্ন প্লেনারি সেশনে বক্তব্য রাখবেন তিনি। ৬ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

এইচএস/এমএমজেড/ওআর/এমএস

আরও পড়ুন