ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ডিসেম্বরে সাগরের ৬টি ব্লকের দরপত্র আহ্বান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:০৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৪

ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী ব্লকের তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের ব্যাপারে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর আগ্রহ থাকায় আগামী ডিসেম্বরে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করবে পেট্রোবাংলা।

দরপত্র আহ্বানের জন্য ২০১২ সালের প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি) বা উৎপাদন অংশীদারি চুক্তি সংশোধন ও পরিমার্জন করা হচ্ছে। নতুন পিএসসি অনুযায়ী রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কম্পানি বাপেক্সের জনবল ব্যবহার বাধ্যতামূলক। বাপেক্সের জন্য ব্লক নির্দিষ্ট রাখা ও গ্যাসের দাম বাড়ানোসহ বেশ কিছু ব্যাপারে সংযোজন-বিয়োজন করা হবে।

পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর বলেন, আমরা বিদেশি কম্পানির জন্য একটি আকর্ষণীয় প্যাকেজ তৈরি করব, যাতে তারা এখানে বিনিয়োগ করতে আগ্রহী হয়। নতুন পিএসসিতে গ্যাসের দাম বাড়ানোসহ বেশ কিছু পরিবর্তন আনা হবে।

জানা যায়, ছয়টি ব্লকে দরপত্র আহ্বান করে বাকি ব্লকগুলোতে বহু স্তরে সাইসমিক জরিপ করা হবে। জরিপের তথ্য পেট্রোবাংলার কাছে থাকবে। আগামী দুই বছরের মধ্যে জরিপ সম্পন্ন করা হবে। এর ভিত্তিতে ভবিষ্যতে দরপত্র আহ্বান করা হবে। প্রাপ্ত তথ্য বিদেশি কম্পানির সঙ্গে দরকষাকষিতে কাজে লাগবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

তবে আন্তর্জাতিক দরপত্রের মূল কারণ হচ্ছে কনোকো-ফিলিপস এর নতুন তথ্য। সাগরের ১০ ও ১১ নম্বর ব্লকে কনোকো-ফিলিপস সাত ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) গ্যাসের সন্ধান দিয়েছে, যা বাংলাদেশের জন্য আগামী ১০ বছরের জ্বালানি। এ আবিষ্কারের পর থেকে তারা গ্যাসের দাম বাড়ানোর জন্য সরকারের ওপর চাপ দিচ্ছে।